বালুচিস্তান, ১১ মার্চ (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানে জাফ্ফার এক্সপ্রেস ট্রেনে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। মঙ্গলবার বালুচিস্তানের বোলানে কোয়েটা-পেশোয়ার জাফর এক্সপ্রেসে একদল সশস্ত্র ব্যক্তি গুলি চালালে ট্রেন চালক আহত হন। সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে ছেড়েছিল ট্রেনটি। রেল সূত্রের খবর, “৯ কোচবিশিষ্ট জাফর এক্সপ্রেসে থাকা ৪৫০ জন যাত্রী এবং কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগ স্থাপন করা হয়নি।”
বালুচিস্তানের কাচ জেলার পেরু কানরি এলাকায় গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। হামলাকারীরা একটি রেললাইন উড়িয়ে দেয় এবং পরে ৪০০ জনেরও বেশি যাত্রী বহনকারী ট্রেনে গুলি চালায়। রেল সূত্রে আরও জানা গিয়েছে, হামলার পর ট্রেনে থাকা নিরাপত্তা কর্মী এবং হামলাকারীদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়।
—————