অসম বাজেট ২০২৫-২৬, রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা, বলেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১০ মাৰ্চ (হি.স.) : ২০২৫-২৬ অর্থবর্ষের অসম বাজেট রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার। আজ সোমবার বিধানসভায় অর্থমন্ত্ৰী অজন্তা নেওগ এ বছরের বাজেট পেশ করার পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা

মুখ্যমন্ত্ৰীয়ে বলেন, আজ ২০২৫-২৬ অর্থবর্ষের যে বাজেট অৰ্থমন্ত্ৰী অজন্তা নেওগ পেশ করেছেন তা দূরদৰ্শী দৃষ্টিভঙ্গির প্ৰতিফলন, যা বিগত বছরগুলির প্ৰগতির ভিত্তিতে অসমকে উন্নয়নের নতুন পথে নিয়ে যাওয়ার লক্ষ্য নিৰ্ধারণ করেছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর ‘বিকাশ এবং ঐতিহ্য’ রক্ষার মন্ত্র হচ্ছে চলতি অর্থবৰ্ষের বাজেটের অন্যতম মূল আধার।

ড. শর্মা বলেন, নাগরিককেন্দ্ৰিক সুশাসন ব্যবস্থায় মনোনিবেশ করে মূলধন খাতে ৩৮,৭৫৯.১৮ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। বলেন ৮৫ শতাংশ আবণ্টিত বাজেট ব্যবহারের সঙ্গে নতুন বিকাশ এবং প্ৰগতির লক্ষ্যে অসম যে উপনীত হয়েছে, তা দেখে আমি আনন্দিত। এই হার উন্নয়নের পরিকল্পনাগুলি সময়মতো এবং সুচারুরূপে সমাপন যে হচ্ছে তা দর্শিত হয়েছে। তিনি বলেন, আমাদের মোট ব্যয় এখন ১.৫৫ লক্ষ কোটি টাকায় উপনীত হয়েছে। তাছাড়া অসমের মোট রাজ্য ঘরোয়া উৎপাদন বৃদ্ধি হার ১৩ শতাংশ, যা জাতীয় গড় ১০ শতাংশের বেশি।

মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, আজ ঘোষিত বাজেটে মানুষের জীবনযাত্ৰাকে সহজ করে অসমের উন্নয়নকে নতুন গতি দেবে এবং এক মজবুত অৰ্থনীতির ভিত গড়ে তুলতে অবদান রাখবে বলে আমি মনে করি। তিনি বলেন, কৃত্ৰিম উপগ্ৰহ থেকে শুরু করে প্ৰোটন থেরাপি কেন্দ্ৰ, একটি নিৰ্দিষ্ট ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফৰ্ম পর্যন্ত অসম বাজেটে উদ্ভাবনীমূলক তথা বাস্তবসম্মত প্রকল্প রূপায়ণে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া আৰ্থিকভাবে পশ্চাদপদদের জীবন-ধারনের মান উন্নীত করতে এবারের বাজেটে বেশ কয়েকটি বিষয় অন্তৰ্ভুক্ত করা হয়েছে।

উদ্যোগ ৪.০-এর জন্য অসমকে প্ৰস্তুত করার পাশাপাশি আমাদের যুবশক্তি তথা নারীশক্তির সম্ভাবনাবলি প্ৰদৰ্শন করতে এবারের বাজেট এক উৎকৃষ্ট নিদৰ্শন। এমন এক জনমুখী বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্ৰী অজন্তা নেওগ এবং তাঁর বিভাগকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা।

আগামী ১ মে (২০২৫) থেকে ঘরোয়া এবং জীবনধারা গ্ৰাহকদের জন্য ১২০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ওপর প্ৰতি ইউনিটে ১ টাকা করে রেহাই দেওয়া হবে বলেও সাংবাদিক সম্মলনে জানান মুখ্যমন্ত্ৰী। তিনি বলেন, রাজ্যজুড়ে পরিকাঠামো উন্নয়ন আমাদের অগ্ৰাধিকারভুক্ত বিষয়। তিনি জানান, আমরা কয়েকটি গুরুত্বপূৰ্ণ প্ৰকল্পের জন্য বিশেষ আবণ্টন দিয়েছি।

এগুলির মধ্যে অন্যতম মানব-বন্যপ্রাণী সংঘাত প্ৰতিরোধের গুরুত্ব উপলব্ধি করে আমরা এক অনন্য পদক্ষেপ ‘বনমিত্ৰ অভিযান’ চালু করেছি।

এছাড়া মুখ্যমন্ত্ৰী বলেন, আমরা ন্যূনতম সমৰ্থিত মূল্যের ওপর আৰ্থিক সাহায্য প্ৰদান করে আমাদের অন্নদাতাদের এক শক্তিশালী সমৰ্থন প্রদান করব। তিনি বলেন, আমাদের কৃষকরা এখন থেকে পাবেন ২,৫৫০ টাকা প্ৰতি কুইন্টাল ধান, ২,৪৭৫ টাকা প্ৰতি কুইন্টাল আখ, ৬,৪৫০ টাকা মূল্যে প্ৰতি কুইন্টাল সরষে। আমরা আমাদের ঐতিহ্যমূলক স্মারক এবং ধৰ্মীয় প্ৰতিষ্ঠানগুলির সংরক্ষণ এবং প্ৰচারের জন্য ৪২০ কোটি টাকা আবণ্টন দিয়েছি।

‘অ্যাডভান্টেজ আসাম ২.০’-এর পর অসম এখন বৃহৎ প্ৰকল্পের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উত্তম গন্তব্যস্থল হয়ে পড়েছে। আমরা বিনিয়োগকারীদের অসমে বিনিয়োগ করার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছি। আমরা চলতি বছর ২০২৫ সালকে ‘বইয়ের বৰ্ষ’ হিসেবে উদযাপন করছি এবং যুব লেখক-লেখিকা এবং বইমেলাকে সমৰ্থন করছি। পাশাপাশি সরকারি কোনও অনুষ্ঠানে বইকে আনুষ্ঠানিক উপহার হিসেবে প্রদানের এক প্রয়াস গ্রহণ করেছি, বলেন মুখ্যমন্ত্ৰী।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারি কৰ্মচারীরা হচ্ছেন আত্মনিৰ্ভর অসম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির মেরুদণ্ডস্বরূপ এবং তাঁদের অবদানকে সম্মান জানাতে আমরা কৰ্মচারীদের ওপিএস এবং ইউপিএস সুবিধাবলি কল্যাণমূলক কয়েকটি পদক্ষেপ গ্রহণ করছি। আমরা রাজ্যের ৬০ লক্ষের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করে বিনামূল্যের খাদ্য সামগ্রী বিতরণ কাৰ্যসূচি সম্প্ৰসারিত করেছি। আগামী অক্টোবর থেকে আমরা আমাদের দরিদ্ৰ এবং মধ্যবিত্ত শ্ৰেণিকে অধিক সমৰ্থন প্রদান করতে সুলভ মূল্যের দোকানে ভরতুকি হারে অন্যান্য খাদ্য সামগ্রী প্ৰদান করব, বলেন তিনি।

৬.৮ লক্ষ চা বাগানের শ্ৰমিকদের আর্থিক অবস্থা উন্নত করতে আমরা ৫,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করার পথে এগোচ্ছি। মুখ্যমন্ত্ৰী বলেন, আমরা আমাদের উদ্যোগী সমৰ্থন প্রকল্প ‘মুখ্যমন্ত্ৰীর আত্মনিৰ্ভর অসম অভিযান’ অব্যাহত রাখতে ৭৭৩ কোটি টাকার আবণ্টন করেছি। এক লক্ষ সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতিও পূর্ণ হয়েছে। ইতিমধ্যে প্রায় ১.২ লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এ বছর আরও ৪০ হাজার নিয়োগ ব্যবস্থা করা হবে, সাংবাদিক সম্মেলনে বলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *