দিল্লির মহাবীর এনক্লেভে ভেঙে পড়ল একটি বহুতলের একাংশ, উদ্ধার একজন

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): দিল্লির মহাবীর এনক্লেভে ভেঙে পড়ল একটি বহুতলের একাংশ। ইতিমধ্যেই একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ জারি রয়েছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার দিল্লির মহাবীর এনক্লেভে একটি বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকাজ চলছে।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *