আগরতলা, ১০ মার্চ: শাসকের দুর্বলতাকে হাতিয়ার করে ফের শক্তি বাড়াচ্ছে সিপিএম। রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মাধ্যমে তা লক্ষ্য করা যাচ্ছে। আজ ১৫ দফা দাবিতে গর্জি সাব জোনাল অফিসে গণডেপুটেশনে মিলিত হয়েছে চার বামপন্থী সংগঠন।
আজ সংগঠনের এক কর্মী জানিয়েছেন, রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ, দৈনিক মজুরি ৬০০ টাকা করা, সরকারি শূণ্য পদ পূরণ করা, বিদুৎ- পানীয় জল এবং রাস্তা ঘাটের সমস্যা সমাধান করা সহ একাধিক দাবি জানানো হয়েছে। এরই প্রতিবাদে ১৫ দফা দাবিতে গর্জি সাব জোনাল অফিসে গণডেপুটেশনে মিলিত হয়েছে চার বামপন্থী সংগঠন।