আগরতলা, ১০ মার্চ : সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
বিজেপি বরাবরই ছাত্রদের বিপক্ষে গিয়ে কাজ করছে, এমনটাই দাবি জানিয়েছেন সৌরভ কুমার। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার মধ্যে অন্যতম হলো শিক্ষক স্বল্পতা, ড্রাগসের রমরমা এবং অন্যান্য নানা অব্যবস্থা। কিন্তু বর্তমান রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে উদাসীন।
তিনি আরো বলেন, গত ৭ বছরে বিভিন্ন কলেজ চত্বরে ছাত্রদের মধ্যে যে পরিমাণ নেশার আসক্তি দেখা গেছে, ইতিপূর্বে এইরূপ অবস্থা ছিল না। কিন্তু এই ব্যাপারে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলেন এনএসইউআই রাজ্য সভাপতি।
গতকাল বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা যে ঘোষণা করেছেন, মাধ্যমিক পাস করলে মেয়েদের স্কুটি প্রদান করা হবে। এ নিয়ে সৌরভ কুমার শীল বিস্ময় প্রকাশ করেন। তাঁর মতে, মাধ্যমিক পাস করা মেয়ের বয়স ১৬ থেকে ১৭ বছর হতে পারে, কিন্তু সেই অবস্থায় ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না, কারণ লাইসেন্সের জন্য ১৮ বছর হতে হয়। তাই এমন প্রতিশ্রুতি কীভাবে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সৌরভ কুমার শীল আরও বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারের অবস্থা শোচনীয়, এবং এর জন্য রাজ্য সরকারের পদত্যাগই একমাত্র সমাধান।