তকসাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে রোগীর পরিবার থেকে অবৈধভাবে টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ৯ মার্চ:
এবার মেলাঘর থানাধীন তকসাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কতিপয় কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন স্থানীয় জনতা। তাদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের কতিপয় কর্মী রক্ত পরীক্ষার নামে স্যাম্পল সংগ্রহ করে রোগীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগ যে মেলাঘর থানাধীন তক্সাপাড়া এলাকার এক ব্যক্তি নিজেকে ল্যাব টেকনেশিয়ান পরিচয় দিয়ে রোগীদের নিকট থেকে রক্ত সংগ্রহ করে তা পরীক্ষা করার নামে হাতিয়ে নিচ্ছেন অর্থ। যা রোগীদের জীবনে অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয় জনগণ। তাদের অভিযোগ এই দালাল যুবককে সরাসরি সহায়তা করছে তক্সাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক। সেই দালাল যুবকের নাম নগেন্দ্র দেববর্মা।

স্থানীয় সূত্রের খবর, নগেন্দ্র দীর্ঘদিন যাবত এক পর্যায়ে বেআইনিভাবে হাসপাতালে আগত রোগীদের নিকট থেকে রক্ত সংগ্রহ করছে। কিন্তু সে ল্যাব টেকনিশিয়ান নয়, তারপরও সে কি করে রক্ত পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করছেন তা নিয়ে হাসপাতাল চত্বরে শুরু হয়েছে জোর গুঞ্জন। উল্লেখ্য , রক্তপরীক্ষা করার জন্য কমপক্ষে ল্যাব টেকনেশিয়ান সার্টিফিকেটের প্রয়োজন। জানা গেছে, নগেন্দ্র দেববর্মার শিক্ষাগত যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ। কিন্তু তারপরও কি করে সে হাসপাতাল চত্বর থেকে রোগীদের রক্ত সংগ্রহ করছে? বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিক্ষোভ। এই বিষয়ে অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *