কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপিত

৯ই মার্চ, আগরতলা:- কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে বিগত ৮ ই মার্চ, ২০২৫ তারিখে একলব্য পরিসরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন জিগীসা পূজারী মহোদয়া। তিনি তাঁর ভাষণে, আন্তজার্তিক নারী দিবসে সকল স্তরের নারীদের এই দিনে অভিনন্দন ও অভিবাদন জানিয়েছেন। সমাজে নারীদের সুপ্রতিষ্ঠিত এবং আরও এগিয়ে নিয়ে যাবার জন্যে পুরুষসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সমানাধিকার এবং সম্ভাবাপন্ন মনোভাব নিয়ে নারী ও পুরুষরা এগিয়ে আসলে বৈষম্যহীন সমাজ তথা দেশগঠন সম্ভবপর বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তাছাড়া আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী দিপালী দেববর্মা এবং সিপাইপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুখিনী দেব্বর্মা মহোদয়াও উপস্থিত ছিলেন। একলব্য পরিসরের বৌদ্ধ দর্শন বিভাগের প্রধান অধ্যাপক অবধেশ কুমার চৌবে মহোদয় এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন। এই অনুষ্ঠানে প্রবন্ধ লিখন প্রতিযোগিতা এবং ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
একলব্য পরিসরের সমস্ত মহিলা কর্মচারীদের আজ বিশেষ সসম্মনা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ ৯/২/২০২৫ একলব্য পরিসরে রেলির আয়োজন করা হয়। এই রেলিতে পরিসরের শিক্ষিকা, কর্মচারীসহ ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *