আগরতলা, ৭ মার্চ: নাইটগার্ড থাকা সত্ত্বেও মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে বিদ্যালয়ে থাকা ৩১ টি সিসি ক্যামেরার দুটি হার্ডডিক্স সহ অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়েছে। চোরের ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল নাইটগার্ড থাকা সত্ত্বেও মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল হানা দিয়ে পাঁচটি কক্ষের মোট ১৪ টি আলমারি ভেঙ্গে ফেলে তছনছ করে দেয়। চুরি করে নিয়ে যায় বিদ্যালয়ে থাকা ৩১ টি সিসি ক্যামেরার দুটি হার্ডডিক্স সহ অন্যান্য সামগ্রী।