আগরতলা, ৭ মার্চ: গোমতী নদীতে নিখোঁজ শ্রমিকের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে নতুনবাজার থানার অন্তর্গত গুদারাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত বুধবারে সকালে মুখ ধুতে গোমতী নদীর পারে গিয়েছিলেন বহি:রাজ্যের শ্রমিক মনোজ স্বর্ণকার। কিন্তু পরবর্তী সময়ে বাড়ি ফিরে আসেন নি তিনি। তারপর থেকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে তার হদিস পাওয়া যায়নি। পরের দিন সকালেও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা। আজ সকালে নতুনবাজার থানার অন্তর্গত গুদারাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ গোমতী নদীতে ভাসমান দেহ দেখতে পান। সাথে সাথে তারা পুলিশকে খবর দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃত শ্রমিকের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় বলে জানা গিয়েছে।