জন ঔষধি কেন্দ্রে রেখা গুপ্তা, বিঁধলেন পূর্বতন এএপি সরকারকে

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): দিল্লির অশোক বিহার এলাকায় জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জন ঔষধি দিবস ২০২৫ উপলক্ষ্যে, শুক্রবার সকালে অশোক বিহার এলাকায় জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সাশ্রয়ী মূল্যের এই স্বাস্থ্যসেবা উদ্যোগের প্রচার করেন তিনি।

পূর্বতন এএপি সরকারকে আক্রমণ করে রেখা গুপ্তা বলেছেন, আজ সপ্তম জন ঔষধি দিবস, আমি বলতে চাই পূর্ববর্তী সরকার এই জনকেন্দ্রিক উদ্যোগ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল, সম্ভবত এর সঙ্গে “প্রধানমন্ত্রী” শব্দটি যুক্ত থাকার কারণে। তবে, এখন আমি সপ্তম জন ঔষধি দিবসে দিল্লিকে অভিনন্দন জানাতে চাই।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “আমাদের আগের সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্প বাস্তবায়ন করেনি। হয়তো এই জনকল্যাণমূলক প্রকল্পের নামের সঙ্গে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি যুক্ত থাকার কারণে। সপ্তম জন ঔষধি দিবস উপলক্ষ্যে আমি দিল্লির জনগণকে অভিনন্দন জানাতে চাই। আমরা হাইকোর্টের সিদ্ধান্ত অনুসরণ করব, যেখানে বলা হয়েছে প্রতিটি হাসপাতালের ৫০০ মিটারের মধ্যে একটি জনঔষধি কেন্দ্র থাকা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *