ধর্মনগর, ৬ মার্চ : আন্তর্জাতিক সীমানা পার হবার আগে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে আটক এক নাবালিকা মেয়ে, এক মহিলা এবং দুই পুরুষ। ধর্মনগর মহকুমার বিওপির মালাকারবস্তিতে অবস্থানরত ৯৭ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা বাহিনীর কাছে গোপন খবর আসে হাফলং এলাকার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বুংনাং বাজারের কাছে রাকেশ মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে একজন পুরুষ এবং দুজন মহিলা আশ্রয় নিয়েছে বাংলাদেশে যাবার উদ্দেশ্যে। সেই খবর পাবার সাথে সাথে সীমান্ত সুরক্ষা বাহিনীর জোয়ানরা সেই বাড়িতে অভিযান চালায়।
অভিযান চালিয়ে বাড়ির মালিকসহ আশ্রয় নেওয়া একজন পুরুষ এবং এক নাবালিকা ও এক বিবাহিত মহিলাকে আটক করে নিয়ে আসে মালাকার বস্তির বিওপিতে। বাড়ির মালিকের নাম রাকেশ মালাকার(৭৫)। পিতা গোপীরাম মালাকার। বাড়ি হাফলং এর শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সন্নিকটে। আশ্রয় নেওয়া তিনজন হলেন মুরলি দূর্গা মল্লিক, জেলা সিলেট সদর বাংলাদেশ। উনার দুই মেয়ে একজন বৃষ্টি মালাকার, স্বামী বিকাশ মালাকার বাড়ি সিলেট সদর বাংলাদেশ এবং অপরজন নাবালিকা বাড়ি সিলেট সদর বাংলাদেশ।
তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ সাত হাজার টাকা এবং আটক মুল্লি দূর্গা মল্লিকের বৈধ পাসপোর্ট সহ ভারতীয় পরিচয় পত্র ও আধার কার্ড পাওয়া যায়। ৯৭ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার আধিকারিক সহ জওয়ানরা ধর্মনগর থানায় হস্তান্তর করে আটককৃত চারজনকে। বর্তমানে তারা ধর্মনগর থানার হেফাজত রয়েছে।