লাহোর, ৫ মার্চ(হি.স.): বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে রান উৎসব করল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তুলেছে কিউইরা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড।
ওপেনার রাচিন রবীন্দ্র এবং প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন দুজনই করলেন সেঞ্চুরি। ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেন রবীন্দ্র। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি রবীন্দ্রের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে তিনি বাংলাদেশের বিপক্ষেও ১১২ রান করেছিলেন। আর ৯৪ বলে ১০ চার ও ২ ছয়ে ১০২ রান করেন উইলিয়ামসন। ১৬৪ রানের জুটি গড়েন এরা। এছাড়া মিচেল ৩৭ বলে ৪৯ রান ও মাত্র ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ফিলিপস। দক্ষিণ আফ্রিকার হয়ে এনগেডি (৩) ও রাবাডা(২) উইকেট নেন।