আগামী ১১মার্চ শক্তি পরীক্ষায় নামছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
আগামী ১১মার্চ শক্তি পরীক্ষায় নামছে প্রদেশ কংগ্রেস। আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজন করতে যাচ্ছে জনসভার।

১১ মার্চ কংগ্রেস দল শক্তি পরীক্ষায় ময়দানে নামছে।আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হয় অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সকল কর্মীদের উদ্দেশ্যে ১১ তারিখের জমায়েতকে সফল করার জন্য আবেদন রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন কংগ্রেস দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের যবনিকা ঘটাতে হবে। তিনি এদিন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন।