ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ

আগরতলা, ১ মার্চ: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আজ উচ্চতর মাধ্যমিকে কেমেস্ট্রি/পলিটিক্যাল সায়েন্স, মাদ্রাসা ফাজিল আর্টসের পলিটিক্যাল সায়েন্স এবং মাদ্রাসা ফাজিল থিওলোজি’র ইসলামিক স্টাডিজ পরীক্ষা গ্রহণ করা হয়। রাজ্যের ৬০টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সব পরীক্ষাস্থল শান্তিপূর্ণ ছিল। আজ পরীক্ষায় বসেছিল ১৯,৯৪৭ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৯,০৬৩ জন এবং ছাত্রী ১০.৮৮৪ জন। ৮১ জন ছাত্র ও ৯৩ জন ছাত্রী আজ পরীক্ষা দেয়নি। ছাত্রছাত্রীর উপস্থিতির হার ৯৯.১৪ শতাংশ।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সচিব ড. দুলাল দে পর্ষদের ওএসডি দীপ্তাংশু প্রকাশ দত্ত ও অভিজিৎ ভট্টাচার্য আজ বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও শঙ্করাচার্য বিদ্যায়তন এবং পর্ষদের ওএসডি পল্লব কান্তি সাহা ও জ্যোতির্ময় রায় বানীবিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। আগামী ৩ মার্চ উচ্চতর মাধ্যমিকে বিজনেস স্টাডিজ/এডুকেশন/ফিজিক্স, মাদ্রাসা ফাজিল আর্টসের এডুকেশন এবং মাদ্রাসা ফাজিল থিওলোজি’র ইসলামিক হিস্ট্রি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *