আগরতলা, ২৬ ফেব্রুয়ারী: আগুনে পুড়ে ছাই গৃহস্থের খড়ের মোড়ল। ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই খড়ের মোড়ল। আজ দুপুর ১২টা নাগাদ মনুথানাধীন কেবল চৌধুরী খড়ের মোড়ল আগুনে পুড়ে ছাই হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল তার বসত ঘর সহ রাবার বাগান।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে মনুথানাধীন এলাকার বাসিন্দা কেবল চৌধুরীর বসত ঘরের পাশে খড়ের মোড়ালে আগুন দেখতে পায়। চোখের পলকেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে কেবল চৌধুরীর সহ তার পরিবারের লোকজন। তাদের চিৎকারে ছুটে গিয়েছেন পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয়েছে মনু দমকলবাহিনীকে। খবর পেয়ে দমকলকর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলকর্মীর সাংবাদিকদের জানিয়েছেন, এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ড। তিনি আরো জানিয়েছেন সেই খড়গুলি গরুর খাদ্যের জন্য রেখেছিলেন। তার বসত ঘর এই ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।