মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান, ৪ জন গ্রেফতার

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাজধানী আগরতলার এমবিবি কলেজ এবং আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় নেশা বিরোধী অভিযান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার নির্দেশনা অনুযায়ী নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুলিশ কর্মীরা সতর্কতার সাথে নেশা সামগ্রী ব্যবহার দমনে মাঠে নেমেছে। এমনই এক অভিযান করে আজ এমবিবি কলেজ এবং আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকা থেকে ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পূর্বথানার পুলিশ।

এই বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক হিরোইন, ২১০টি মাদক বিক্রির কৌটা, নগদ ৫ হাজার টাকা এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *