আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এডি নগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এবং এসকফ উদ্ধার করে পুলিশ। সাথে বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত নেশাসামগ্রীর বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে বলে জানান এডি নগর থানার ওসি বিজয় দাস।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডি নগর থানার ওসি বিজয় দাস বলেন, গোপন খবরের ভিত্তিতে খবর আসে অরুন্ধতীনগর থানার অন্তর্গত গজারিয়া ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা বিপ্লব দের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সে স্থানীয় মানুষের কাছে নেশা সামগ্রী বিক্রয় করে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে এসকফ এবং ব্রাউন সুগারের উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। ওই অভিযানে বাড়ির মালিক বিপ্লব দেকে আটক করে পুলিশ।