লেম্বুছড়া, ২৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে 24/02/2025 থেকে 28/02/2025 পর্যন্ত সংস্কৃত ভাষা শিক্ষণ- প্রশিক্ষণ বিষয়ক পক্ষদিবসীয় কার্যশালা অনুষ্ঠিত হয়েছে। আজ 24/2/2025 তারিখে একলব্য পরিসরে এই শিক্ষণ প্রশিক্ষণ কার্যশালার উদঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত আই আই আই টি আগরতলার নির্দেশক প্রফেসর অভয় কুমার মহোদয়। তিনি তাঁর ভাষণে বর্তমানে আধুনিক শিক্ষার ক্রমবিকাশের পাশাপাশি সংস্কৃত ভাষা শিক্ষণ প্রশিক্ষন কর্মশালার গুরুত্ব আরোপ করেন। প্রায় ৯৭% আধুনিক ভাষা সংস্কৃত দ্বারা প্রভাবিত। সুতরাং,
সংস্কৃত শেখা অন্যান্য আধুনিক ভাষার গঠন বুঝতে সাহায্য করতে পারে। সংস্কৃত ভাষা শিক্ষণ স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। এটি বিশ্লেষণাত্মক ক্ষমতা বিকাশে সাহায্য করে এবং এইভাবে গণিত এবং বিজ্ঞান বুঝতেও সাহায্য করে থাকে। সংস্কৃত, সবচেয়ে সুশৃঙ্খল প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি, বর্তমানে ব্যবহৃত অন্যান্য বেশিরভাগ ভাষাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
প্রফেসর অবধেস কুমার চৌবে মহোদয়, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিদ্যাশাখার অধ্যক্ষ এই অনুষ্ঠানে বিশিষ্ঠাতিথির আসন অলঙ্কৃত করেন। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের (ত্রিপুরা) নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র মহোদয় উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।