সোনামুড়া, ২৪ ফেব্রুয়ারি : অপহৃত নাবালিকা উদ্ধারের দাবিতে সোনামুড়া মহাকুমা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুরে।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে বাঁশপুকুর স্থিত নিজ বাড়ি থেকে অপহৃত হয় নাবালিকা মেয়েটি। পরিবারের অভিযোগ, প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বেরোতেই তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। অপহৃতার পরিবার অভিযোগ করে জানায়, একটি ইকো গাড়িতে করে এলাকারই এক যুবক, নাম ওমর ফারুক, বাড়ি একই থানাধীন বড় নারায়ন এলাকায়, এই অপহরণের সাথে জড়িত।
ঘটনার পরদিন পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ জানানো হয়। কিন্তু, এখনো পর্যন্ত পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। তাই, যাত্রাপুর থানা পুলিশের প্রতি আস্থা হারিয়ে নিরুপায় পরিবারের লোকেরা সোনামুড়া মহকুমা পুলিশ সুপারের নিকট যায়।
মহকুমা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে, পরিবারের সদস্যরা একটি অভিযোগপত্র জমা দেন। স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আগামীকাল সকাল ১২টার মধ্যে মেয়েটিকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ছিল খবর।