উদয়পুর, ২১ ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত উদয়পুরবাসীর দাবি অনুযায়ী কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। শীঘ্রই উদয়পুরস্থিত বনদোয়ার পিটিআই কলেজ ক্যাম্পাসে শুরু হচ্ছে বিদ্যালয়ের কাজ। শুক্রবার স্থানটি পরিদর্শন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
২০১৩ সাল থেকে উদয়পুরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন উদয়পুরবাসী। আর স্থানীয়দের দাবি মোতাবেক এনিয়ে বহুবার আন্দোলন করার পাশাপাশি উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য শিলচর কেন্দ্রীয় ইনস্টিটিউটে ডেপুটেশন দিয়েছিলেন বর্তমান সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শেষ পর্যন্ত উদয়পুরবাসির দাবিতে সীলমোহর দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। খুব শীঘ্রই কেন্দ্রীয় বিদ্যালয় এর কাজকর্ম শুরু হচ্ছে উদয়পুর বনদোয়ারে পিটিআই কলেজ ক্যাম্পাসে। তাই শুক্রবার স্থানটি পরিদর্শন করলেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এক সাক্ষাৎকারে তিনি জানান অস্থায়ীভাবে প্রাথমিকভাবে পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে শুরু হবে কেন্দ্রীয় বিদ্যালয় এর কাজ। পরবর্তী সময়ে বনদোয়ারে খালি পড়ে থাকা সিআরপিএফ ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয় এর কাজ শুরু করা হবে। তবে সব কিছুই এক মাসের মধ্যে সম্পন্ন করে কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।