যথাযোথ্য মর্যাদায় রাজ্যে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত

আগরতলা, ২১ ফেব্রুয়ারী : যথাযোগ্য মর্যাদায়আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়েছে৷ এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়৷ তাছাড়া, এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা টাউনহলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তাছাড়া, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এদিন বাংলাদেশ সহকারি হাইকমিশনারের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয়৷ এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্ম বলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার আরিফ মহম্মদ বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে। পাশাপাশি, এদিন তিনি সবাইকে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা টাউনহলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজ্য সরকার সকল ভাষার প্রতি সম্মান জানায় ও রাজ্যের সকল ভাষার উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত স্কুল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মাতৃভাষার সঙ্গে অন্যান্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *