আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: ত্রিপুরা সফরে আসলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডা: অর্চনা মজুমদার। এদিন তিনি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে সাক্ষাৎ করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা কমিশনের সদস্যা ডা: অর্চনা মজুমদার বলেন, মহিলাদের সুরক্ষা সম্পর্কিত সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, আজ সরকারি মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে সরেজমিনে খতিয়ে দেখেছেন তিনি। গর্ভবতী মহিলাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। তাছাড়া, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে সেগুলো দ্রুততার সহিত সমাধান করার নির্দেশ দিয়েছেন তিনি।