আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর আউটপোস্ট ও জিরানিয়া থানার পুলিশ একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিদেশী সিগারেট আটক করেছে। আসাম আগরতলা জাতীয় সড়কে জিরানিয়া থানা এলাকায় একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ বিদেশি সিগারেট আটক করা হয়েছে। এগুলো ধলাই জেলার মনুর দিক থেকে আগরতলার দিকে নিয়ে আসা হচ্ছিল।
চম্পকনগর আউটপোস্টের পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গাড়িটি আটক করে। গাড়িটি আটক করে মোট ৭৫ হাজার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে জিরানিয়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।