ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : — ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আগরতলায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট ইউনিয়ন ও ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন এই ঘোষণা দেয়।

এই উদ্যোগের ফলে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে থাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই থাকার ব্যবস্থা করেছে।

জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে অগ্রিম জানিয়ে দিতে হবে এবং রুম বুকিং এর জন্য 7005590446, 9863052602 এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। সুবিধাভোগীদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। তবে নিজের পরিচয়পত্র নিয়ে আসতে হবে। চিকিৎসা পরিষেবা গ্রহণকারীদের জন্যই শুধু এই ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *