নাগপুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের নাগপুর জেলায় একটি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও ৩ জন কমবেশি আহত হয়েছেন। নাগপুর গ্রামীণের এসপি হর্ষ পোদ্দার বলেছেন, রবিবার নাগপুর জেলার কলমেশ্বর তালুকে একটি কারখানায় বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এই বিস্ফোরণে ৩ জন কমবেশি আহত হয়েছেন।
এসপি হর্ষ পোদ্দার আরও বলেছেন, এশিয়ান ফায়ারওয়ার্কস কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে, বিস্ফোরণে দু’জন মারা গিয়েছেন এবং তিনজন সামান্য আহত হয়েছেন। বিস্ফোরণের নেপথ্যের কারণ এখনও জানা যায়নি, এর জন্য ফরেনসিক তদন্ত করা হবে। আগুন নেভানো হয়েছে।”