নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১০ ফেব্রুয়ারি:
বিভিন্ন এলাকায় বর্তমানে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, হিরোইনের ব্যবসা রমরমা। প্রতিনিয়ত নেশার টাকার যোগাড় করতে চুরির ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন বাড়িঘরে। এরকম একটি ঘটনা ঘটল গতকাল রাত ১২টা নাগাদ সোনামুড়া বটতলী এলাকায় তপন দাসের বাড়িতে। ঘরের বারান্দা থেকে একটি বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় বাড়ির এক মহিলা দেখে চিৎকার করতেই বাড়ির অন্যান্য লোক এবং এলাকাবাসী তাকে দৌড়ে ধরে আনে। চোরের পরিচয় জানা যায় আব্দুল হামিদ এর ছেলে ময়নাল হোসেন বাড়ি মেলাঘর থানাধীন তেল কাজলা এলাকায়।সে স্বীকার করে রাঙ্গামাটি এলাকার একজনের বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সেবন করে ভুল পথে চলে আসেন।
এদিকে বাড়ির মালিকের অভিযোগ দুইদিন আগেও দুইটি সিলিন্ডার চুরি করে নিয়ে যায় ঘর থেকে এবং এদিন ও বাইসাইকেলটি বারান্দা থেকে নিয়ে যাচ্ছিলো। তাকে ধরে খবর দেওয়া হয় সোনামুড়া থানায় পুলিশ এসে তাকে নিয়ে যায়। এখন দেখার বিষয় প্রশাসন এরকম নেশাখোর চোরদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেন।

