ইমফল, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুর এবং রাজ্যের জনগণের মঙ্গলার্থে তাঁর অঙ্গীকার উল্লেখ করে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের ভবিষ্যত এবং স্থিতিশীলতার স্বার্থে পদত্যাগ করেছেন বীরেন। এতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কোনও প্রশ্নই ওঠে না। বলেছেন মণিপুর প্রদেশ বিজেপি সভানেত্রী অধিকারিমায়ুম শারদা দেবী।
মুখ্যমন্ত্রী পদে নংথমবাম বীরেন সিঙের ইস্তফা প্রসঙ্গে মণিপুর প্রদেশ বিজেপি সভানেত্রী অধিকারিমায়ুম শারদা দেবীর প্রতিক্রিয়া জানতে চাইলে এভাবেই জবাব দিয়েছেন। শারদা দেবী বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণের জন্য পদত্যাগ করেছেন। তিনি মণিপুরের অখণ্ডতা রক্ষা এবং রাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ করেছেন। রাজ্যের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অন্য এক ডিজ্ঞাসার জবাবে তিনি স্পষ্ট করেছেন, ‘বিজেপি বিধায়কদের মধ্যে কোনও অভ্যন্তরীণ মতপার্থক্য ছিল না এবং নেই। তবে এটা ঠিক, মণিপুরে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বীরেন সিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা সংবলিত পত্রেও তিনি কেন্দ্রের কাছে রাজ্যবাসীর সুরক্ষা এবং এই অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।’
নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে জানতে চাইলে প্রদেশ সভানেত্রী অধিকারিমায়ুম শারদা দেবী বলেন, ‘দু-একদিনের মধ্যে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে। বিষয়টি সর্বভারতীয় নেতৃত্ব দেখছেন।’