কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে হৈমন্তীয়া কার্যশালার উদঘাটন সমারোহ

আগরতলা, ১০ ফেব্রুয়ারী: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে ১০/০২/২০২৫ থেকে ১৬/২/২০২৫ পর্যন্ত সম্ভদিবসীয় হৈমন্তীয়া কার্যশালা অনুষ্ঠিত হবে। অদ্য ১০/২/২০২৫ তারিখে একলব্য পরিসরে এই কার্যশালার উদঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামেশ্বর সিংহ দ্বারভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর দেব নারায়ণ ঝা মহোদয়। তিনি তাঁর ভাষণে কুমারসম্ভবম্ বিশিষ্ট সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাস বিরচিত কাব্যের বিষয়ে আলোকপাত করেছেন। কুমার কার্তিকের জন্মের সম্ভাবনাকে কেন্দ্র করে এই মহাকাব্যটি রচিত। এইজন্য “কুমারসম্ভবম্” মহাকাব্যটি স্বার্থক ও যথার্থ। তার পাশাপাশি তিনি কবিকুলগুরু কালিদাসের অপরিমেয় জ্ঞানের ভাণ্ডারকে তাঁর আলোচনায় উপস্থাপিত করেছেন।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর শিবরাম শর্মা মহোদয়। তিনি তাঁর ভাষণে সংস্কৃত কাব্যশাস্ত্র বিষয়ে বিষয়ে আলোকপাত করেন। সংস্কৃত ভাষায় লিখিত নাট্যশাস্ত্র বিষয়ে এবং সাহিত্য শাস্ত্রের আবশ্যিকতা বিষয়ে তিনি সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন।থা: প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নির্দেশক, একলব্য ক্যাম্পাস, ত্রিপুরা, উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। তাছাড়া বৌদ্ধ দর্শন বিভাগের অধ্যক্ষ প্রফেসর অবধেশ কুমার চৌবে এবং শিক্ষাশাস্ত্র বিভাগের অধ্যক্ষ প্রফেসর বি. শ্রীনিবাস উপস্থিত ছিলেন। উদঘাটন সমারোহের সঞ্চালক ছিলেন ড. আলোক কুমার পান্ডে মহোদয়। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলকে উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. স্বর্গকুমার মিশ্র। শান্তি মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *