নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি:
গভীর রাতে কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই শনিবার রাত আনুমানিক ১২ টার সময় কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আক্তার আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ।
ঘটনার বিবরণে জানা যায় যে প্রতিদিনের মতো গতকালও খাওয়া-দাওয়া শেষ করে আকতার আলীর পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে রাত্র আনুমানিক বারোটার সময় দেখতে পান ঘরে আগুন। সাথে সাথে আক্তার আলীর পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ঘরের বাইরে চলে আসে। আকতার আলীর পরিবারের লোকজন ঘরের বাইরে এসে চিৎকার চেঁচামেচি করার পর পাড়া-প্রতিবেশী ছুটে আসেন। পাড়া-প্রতিবেশী এসে শত চেষ্টা করেও এই বসতঘরটি অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পারেননি। খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে।
কৈলাসহর থেকে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের এর কর্মীরা আসার আগেই বসত ঘরটি সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে যায়। একান্ত সাক্ষাৎকারে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের পঞ্চায়েত নজরুল ইসলাম বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমান ২৫ লক্ষ টাকা হবে। ঘরের মধ্যে ছিল একটি পালসার বাইক ও ফ্রিজ ,টিভি ,খাট মোবাইল প্রচুর পরিমাণ স্বর্ণ অলংকার কাপড় সহ প্রচুর পরিমাণে জিনিসপত্র জলে পুড়ে ছাই হয়ে যায়।