নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি:
কৈলাসহর পুরাতন কালীবাড়ি কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। কৈলাসহর পুরাতন কালীবাড়ি কমিটির উদ্যোগে এবং ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ৯ই ফেব্রুয়ারি এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পুরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আয়োজিত এই শিবিরে চক্ষু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এই শিবিরে ১০০-এর বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন। শুধুমাত্র পুর এলাকার বাসিন্দারাই নয়, কুবঝার সহ আশপাশের এলাকা থেকেও অনেকে এই পরিষেবা গ্রহণ করেন।
পুরাতন কালীবাড়ির সম্পাদক নিলাঞ্জন দাস জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরকে বিশেষ ধন্যবাদ জানান তাদের সহযোগিতার জন্য। স্বাস্থ্য শিবিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অনেকে এর প্রশংসা করেছেন। আয়োজকরা আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।