আগরতলা, ৭ ফেব্রুয়ারী: ঠিকেদারের খাম খেয়ালিপনায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে কাঞ্চনমালায়। কিন্তু এবিষয়ে একাধিকবার ঠিকেদারের সাথে কথা বলতে চাইলে কোনো কর্ণপাত করেন নি বলে অভিযোগ। তাই এলাকাবাসীদের দাবি, শীঘ্রই বিকল্প জলের ব্যবস্থা করে দেওয়া হোক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার একটি পাকা কালভার্ট তৈরীর জন্য শহরের এক ঠিকাদার কাজের বরাত পেয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, পাকা কালভার্টের কাজ ঠিকভাবে শুরু হতে না হতেই জনৈক ঠিকেদার জলের পাইপলাইন ভেঙ্গে ফেলে। পরে বেশ কিছুদিন পর পুনরায় আবার জলের পাইপ লাগালেও কয়েকদিন যেতে না যেতে আবারো জলের পাইলেনটি ভেঙ্গে ফেলে, যার ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এসবি স্কুলে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। যার ফলে স্থানীয় এলাকাবাসীরা সহ কাঞ্চনমালা এস বি স্কুলের কর্মীরা দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে।
তবে, বিদ্যালয় সহ এলাকায় এমন জলের সংকট কিন্তু ঠিকাদারের এতে কোন কিছুই যায় আসে না। কাজের ঠিকাদারের এই কর্মকান্ডে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসীরা আরও জানিয়েছেন, এলাকার মানুষের স্বার্থে পাকা কালভার্ট তৈরি হোক সেটা সবাই চায় কিন্তু কাজ শুরুর আগে কালভার্ট এর পাশে দিয়ে বিকল্প পানীয় জলের পাইপ লাইনের ব্যবস্থা না করে স্থানীয় এলাকাবাসীদের সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চরম সমস্যায় ফেলে দেওয়া হয়েছে যার জন্য দায়ী কাজের ঠিকাদার। তাই স্থানীয় এলাকাবাসীদের থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জোরালো দাবি জানিয়েছে, খুব শীঘ্রই যেন কালভার্ট এর পাশে দিয়ে বিকল্প জলের ব্যবস্থা করে দেওয়া হোক।