নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): জনকল্যাণ এবং মহারাষ্ট্রের উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকীতে একথা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি জানান, বালাসাহেব ঠাকরেজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। জনকল্যাণ এবং মহারাষ্ট্রের উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি যা বিশ্বাস করতেন, তাতে তিনি আপসহীন ছিলেন। ভারতীয় সংস্কৃতির গৌরব বৃদ্ধিতে সর্বদা অবদান রেখেছিলেন তিনি।