নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৬ জানুয়ারি:
বিশ্বশান্তি, ত্রিপুরারবাসীর সার্বিক উন্নতি ও মঙ্গল কামনায় , এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৮ ই ফেব্রুয়ারী পযর্ন্ত সাতদিন ব্যাপি, কমলপুর দক্ষিণ মানিকভান্ডার (ঘাটি) এলাকায় ২২ তম শ্রী শ্রী বিশ্বরুপ পূজা ও সংহতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবার মেলায় সভাপতি শ্রীকৃষ্ণ দেব, সম্পাদক কিরন দেববর্মা, কোষাধ্যক্ষ পরিতোষ সরকার। এছাড়া বিভিন্ন সাব কমিটি গঠিত হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এটা ঠিক প্রতিবছর এই বিস্বরূপ পুজো ও সংহতি মেলা উপলক্ষে জাতি, উপজাতি বা ভিন্ন ধর্মের লোকেরাও সামিল হয়। আসে প্রচুর দোকানি। জানা যায় এখন থেকেই জোরকদমে প্রস্তুতি চলছে। তাদের কমিটির সদস্য সংখ্যা হলো একত্রিশজন। তবে কে উদ্বোধনে থাকছেন তা এখনো ঠিক না হলেও উদ্যোক্তারা ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন। এই সংবাদ জানালেন উৎসব ও মেলার কালচারাল কমিটির আহ্বায়ক শিবুভূষণ সরকার।