আগরতলা, ১৫ জানুয়ারি : ৯ বনমালীপুর স্থিত গান্ধী স্কুলের সামনে বিধায়ক তহবিল থেকে একটি যাত্রী শেড তৈরি করা হয়। কাল রাত্রে সেটা ভেঙে দেয় দুষ্কৃতীরা।
আজ সকালে গান্ধী স্কুলের সামনে স্কুলের কর্তৃপক্ষ এসে দেখে যাত্রী শেডটি ভেঙে আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এদিকে যাত্রী শেড থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে টিএসআর ক্যাম্প রয়েছে। যেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ জন টিএসআর কর্তব্যরত অবস্থায় থাকে। কিন্তু তবুও কিভাবে রাতের আঁধারে এই কাণ্ড ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিধায়ক গোপাল রায়কে এই বিষয়ে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। তবে এই কর্মকাণ্ডের নেপথ্যে কাদের হাত থাকতে পারে তা কেউই সঠিক বলতে পারছেন না। পুলিশ এই বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।