সোনামুড়া, ৭ জানুয়ারি : ছোট ভাইয়ের স্ত্রীর অসামাজিক কার্যকলাপের অভিযোগ জানিয়ে সোনামুড়া থানায় মামলা করলেন বড় ভাই ও তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে, সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আলমাস মিয়া ও ছোট ভাইয়ের নাম ইউনুস মিয়া। ছোট ভাই ইউনুস মিয়ার স্ত্রী সাহানা বেগমের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কারণে বড় ভাই আলমাস মিয়া বাড়ির উঠোনের মধ্যে বেড়া দিয়েও শান্তিতে থাকতে পারছেন না। তাঁর অভিযোগ ছোট ভাইয়ের স্ত্রী শাহানা বেগমের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পুরো এলাকার মানুষকে বিভ্রান্ত করে তুলে ফেলেছে, এলাকার মানুষও ওই মহিলার বিরুদ্ধে কোন কিছু করতে পারছে না।
জানা গেছে, ছোট ভাই ইউনুস মিয়া একজন টাইলস মিস্ত্রি। টাইলসের কাজ করতে গিয়ে সে এক দুর্ঘটনার সম্মুখীন হয়, এতে তাঁর আয়ের ক্ষমতা অনেক কম হয়ে যায়। ফলে তার স্ত্রী শাহানা বেগম, বাড়িতে অস্থির পরিবেশ সৃষ্টি করেছে।
আলমাস মিয়া জানিয়েছেন, গত ৪ জানুয়ারি ছোট ভাইয়ের স্ত্রী সাহানা বেগম স্বামী ইউনুস মিয়াকে ঘরের ভিতরে বেধে মারতে শুরু করে। তখন ইউনুস মিয়া বড় ভাইকে বাঁচানোর জন্য ডাক দিলে, শাহানা তখন আলমাস মিয়া এবং তার স্ত্রী শাহনাজ বেগমকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে।
ওই পরিস্থিতিতে বড় ভাইয়ের স্ত্রী শাহনাজ বেগম, ছোট ভাইয়ের স্ত্রী সাহানা বেগম ও তার মেয়ে নাসরিন আখতারের সঙ্গে সৃষ্ট ঝামেলা হাতাহাতির রূপ নেয়। সাহানা বেগম এবং তার মেয়ে মিলে শাহানাজ বেগমকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠেছে। তাঁর গলায় থাকা স্বর্ণ জোর করে নিয়ে যায়।
এই ঘটনার পরিপেক্ষিতে আজ আলমাস মিয়া এবং শাহনাজ বেগম সোনামুড়া থানায় সাহানা বেগম এবং তার মেয়ের বিরুদ্ধে লিখিতভাবে মামলা করেন। পুলিশের কাছে এই সমস্যার উপযুক্ত সমাধান আশা করছেন আক্রান্তরা।