নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ার। শরদ পাওয়ারের সঙ্গে মহারাষ্ট্রের দুই কৃষকও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বুধবার জানানো হয়েছে, রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার এবং কয়েকজন কৃষক এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, কৃষকরা গ্রাম থেকে নিয়ে আসা ডালিম উপহার দেন প্রধানমন্ত্রীকে।