বক্সনগর প্রতিনিধি:- ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব এবং নির্বাচনী এবং কোর কমিটিদের মধ্যে মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। মন্ডল সভাপতি পদের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে নির্বাচন করতে প্রদেশ নেতৃত্ব ও কোর কমিটি কালঘাম ছুটবে বলে আশঙ্কা করছেন বক্সনগর ব্লক এলাকার জনগণ।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বক্সনগর ব্লক মন্ডল সভাপতি নির্বাচনী নমিনেশন আবেদন সংগঠিত হয় বক্সনগর টাউন হলে। ব্লক সভাপতি পদের জন্য ১৬ জন দাবিদারের স্থান রয়েছে। মন্ডলের বিভিন্ন পদাধিকার সদস্য, জেলা পরিষদ, সদস্য, বিভিন্ন মোর্চার সভাপতিগণ ব্লক সভাপতি পদের জন্য আবেদন করেছেন। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্ব তথ্য একনিষ্ঠকর্মী সভাপতি পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি তাঁর বয়স ৪৫ বছর হতে হবে।
এদিকে সকলের মনে একই প্রশ্ন চলছে, সত্যিই কি স্বচ্ছ নিষ্ঠাবান ভাবমূর্তি সম্পন্ন তথ্য বিজিপির একনিষ্ঠ কার্যকর্তা বক্সনগর ব্লক মন্ডলের সভাপতি হিসেবে নির্বাচিত হবেন ? এর কারণ দলের একাংশ নেতা, বিধায়ক, বিজিত প্রার্থীরা মাফিয়া চক্রের সাথে জড়িত। মাফিয়া, চাঁদাবাজ, তোল্লা আদায়কারী, দুই নাম্বারী ব্যবসার সাথে যুক্ত বা কমিশন বাণিজ্য সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্লক মন্ডল প্রেসিডেন্টের আসনে বসালে নিজেদের স্বার্থসিদ্ধি এবং আঁখের গোছানো অনেকটা সহজ হবে। এতে কামাই বাণিজ্য খুবই ভালো হবে। এজন্যই আদা জল খেয়ে সভাপতি পদের জন্য লড়াই করতে মাঠে নেমেছে মাফিয়া নেতারা।
এদিকে, দলের অভিজ্ঞ তথা ৪৫ বছর বয়সী নেতা সংখ্যায় কম থাকলেও, সঠিকভাবে বিবেচনা করে মন্ডল সভাপতি পদের জন্য উপযুক্ত প্রার্থীকে খুঁজে বিচার করতে প্রদেশ নেতৃত্বের ও কোর কমিটি কালঘাম ছুটবে। এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকার জনগণ মনে করেন, সঠিক নেতৃত্বের হাতে ব্লক মন্ডলের ব্যাটন গেলে দল এবং নিষ্ঠাবান কার্যকর্তার মাধ্যমে আমজনতা উপকার হবে।
এদিকে পার্টির সর্বক্ষেত্রে মাফিয়া নেতা এবং কমিশন বাণিজ্যের তুলাবাজির নেতাদের এগিয়ে রেখেছে প্রদেশ নেতৃত্ব যার কারণে বক্সনগর মন্ডলে বিজেপি কার্যকরতাদের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সভাপতির নাম উঠে আসবে কিনা সন্দেহ রয়েছে বলে দলীয় সূত্রের খবর। এলাকার জনগণ সভাপতি নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছেন।