চট্টগ্রাম, ১২ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার ওকালতনামা সঙ্গে নিয়ে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ নির্ভীক চিত্তে আদালতে গেলেও তাঁর জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ করে দিলেন বিচারক।
বৃহস্পতিবার সকালেই চট্টগ্রাম জেলে, যেখানে বন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সেখানে পৌঁছে যান আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেখান থেকে ওকালতনামা সংগ্রহ করেছেন। তা নিয়েই এদিন তিনি যান চট্টগ্রাম আদালতে।
সন্ন্যাসীকে কারারুদ্ধ রাখতে একেবারে মরিয়া ইউনুস সরকার! বিচারক জানালেন, নির্ধারিত ২ জানুয়ারিতেই হবে শুনানি। খালি হাতেই ফিরতে হল বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষকে। ফলে ২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলেই কাটাতে হবে চিন্ময় প্রভুকে।
আগের শুনানিতে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল ২ জানুয়ারি পর্যন্ত। সেই দিনটিই এগিয়ে আনার জন্য ফের আদালতের দ্বারস্থ হন সন্ন্যাসীর আইনজীবী।