ক্রাইস্টচার্চ, ৩০ নভেম্বর (হি.স.):
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড তোলে ৪৯৯ রান। প্রথম ইনিংসে ১৫১ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড শনিবার তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেট ১৫৫ রান নিয়ে। চার উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে আছে মাত্র চার রানে।
আগের দিনের পারফরম্যান্স ধরে ইংল্যান্ডের শেষের ব্যাটসম্যানরাও ঝড় তুলে দলকে নিয়ে যায় পাঁচশর কাছে। এরপর ব্রাইডন কার্স ও ক্রিস ওকসের দুর্দান্ত বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সব মিলিয়ে তিন দিন শেষেই ক্রাইস্টচার্চে জয় দেখছে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের মাঝে রুখে দাঁড়ান উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। প্রথম ইনিংসে ৯৩ রান করা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসেও (৬১) ভালো ব্যাটিং করলেন। তাকে ভরসা জুগিয়ে ৩১ রানে অপরাজিত আছেন মিচেল।
শনিবার ১৮২–তম ইনিংসে ৯ হাজারে পা রাখলেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের হয়ে ওকস নিয়েছেন তিনটি উইকেট আর কার্সও নিয়েছেন তিনটি উইকেট।