নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ২৫ নভেম্বর:
পর্যটকদের জায়গা জোরপূর্বক দখল করলো ব্যবসায়ীগণ। সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে অনৈতিকভাবে পর্যটকদের ঘুরাফেরা এবং বসার জায়গা দখল করে রাখার অভিযোগ উঠলো সিপাহীজলা অভয়ারণ্যের সামনে থাকা সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে।
নিজেদের মধ্যে একে অপরের সাথে ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে অনৈতিকভাবে বন দপ্তরের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে যে জায়গা বরাদ্দ করা হয়েছে সেই জায়গাটি তারা দখল করে রেখেছেন বলে নিজে মুখে স্বীকার করলেন স্থানীয় ব্যবসায়ী। একাধিকবার অনেক ব্যবসায়ীকে বলা হয়েছে সরকারের কাছ থেকে পাওয়া নিজেদের স্টলের মধ্যে সমস্ত মাল পত্র রাখার জন্য। কিন্তু কিছু ব্যবসায়ীদের দরুন সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে থাকা পর্যটকদের বসার জায়গা, ঘোরাফেরার জায়গা অনৈতিকভাবে দখল করার অভিযোগ উঠেছে।
এদিকে বন দপ্তরে অফিসার প্রতিনিয়ত সেই ব্যবসায়ীদের জায়গা ছেড়ে ব্যবসা করতে নির্দেশ দিলেও কিছু ব্যবসায়ী তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। রাজ্য বন দপ্তরের পক্ষ থেকে অভয়ারণ্যের মূল ফটকের সামনে থাকা কয়েকটি স্টল ব্যবসায়ীদের মধ্যে বন্টন করেন। কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীরা বন দপ্তরের নির্দেশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিজেদের মর্জিমাফিক পর্যটকদের ঘোরাফেরা করা এমনকি অভয়রণ্যে থাকা বিভিন্ন পশু পাখিদের ঘোরাফেরার জায়গাটুকু দখল করেন। তাই উক্ত বিষয়ে পর্যটক থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসী দ্রুত বন দপ্তরের
উচ্চপদস্থ আধিকারিকের হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন।
এদিকে এই বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য, সরকার দ্বারা প্রদত্ত দোকানের জায়গাটি খুবই ছোট। সেখানে জিনিসপত্র রাখতে হিমশিম খেতে হয়। তাই তারা দোকানের সামনের জায়গায় কিছু পসরা সাজিয়েছেন। জন সাধারণের কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রেখেছেন। তাই তাদের সুবিধার্থে দোকানের সামনের জায়গাটি যেন তারা ব্যবহার করতে পারেন, তার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।