BRAKING NEWS

অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির রেকর্ড

কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি চারটি সফরে ১৩ ম্যাচে ১৩৫২ রান করেছেন। তিনি ২০১৮-১৯ সালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সফল ২০২০-২১ সফরে প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন। অস্ট্রেলিয়ায় শচীন টেন্ডুলকারের ২০ ম্যাচে ১৮০৯ রানের পরেই তিনি আছেন।

অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির টেস্ট রেকর্ড :

ম্যাচ : ১৩টি/ইনিংস : ২৫টি

রান : ১৩৫২/গড় : ৫৪.০৮

১০০-৬টি, অর্ধশতরান ৪টি।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলির টেস্ট রেকর্ড :

ম্যাচ : ২৪টি

ইনিংস : ৪২টি

রান : ১৯৭৯

গড় : ৪৮.২৬

১০০-৮টি, অর্ধশত রান ৫টি।

অস্ট্রেলিয়ায় টেস্টে মরসুম ভিত্তিক রেকর্ড বিরাটের

২০১১-১২ :

৪টি টেস্ট ম্যাচ

৩০০ রান/ সর্বোচ্চ ১১৬/গড় ৩৭.৫০

২০১৪-১৫ :

৪টি টেস্ট ম্যাচ

৬৯২ রান/ সর্বোচ্চ ১৬৯/গড় ৮৬.৫০

২০১৮-১৯ :

৪টি টেস্ট ম্যাচ

২৮২ রান/ সর্বোচ্চ ১২৩/গড় ৪০.২৮

২০২১-২২ :

১টি টেস্ট ম্যাচ

৭৮ রান/ সর্বোচ্চ ৭৮/গড় ৩৯.০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *