BRAKING NEWS

দূর্গা বাড়িতে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত

আগরতলা, ১৯ নভেম্বর: প্রত্যেক বছরই নিয়ম মেনে অগ্রহায়ণ মাসের ১ তারিখ কাত্যায়নী পূজা হয়ে থাকে। রাজ আমল থেকে প্রত্যেক বছরই দুর্গা বাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামীকাল মায়ের দশমী পূজা অনুষ্ঠিত হবে বলে জানান পুরোহিত জয়ন্ত চক্রবর্তী।

প্রসঙ্গত, কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রচিত পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে তাকে মহাশক্তির আদিরূপ বলে উল্লেখ করা হয়েছে। খ্রিষ্টীয় পঞ্চম-ষষ্ঠ শতাব্দী নাগাদ রচিত মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্যম্ ও একাদশ-দ্বাদশ শতাব্দীতে রচিত দেবীভাগবত পুরাণ গ্রন্থে কাত্যায়নীর দিব্যলীলা বর্ণিত হয়েছে। একাধিক বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ এবং তন্ত্রগ্রন্থেও কাত্যায়নীর উল্লেখ পাওয়া যায়।

তাছাড়া, খ্রিষ্টীয় দশম শতাব্দীতে রচিত কালিকা পুরাণে বলা হয়েছে, উড্ডীয়ন বা ওড্রদেশ দেবী কাত্যায়নী ও জগন্নাথের ক্ষেত্র।কাত্যায়নী পূজা অতি প্রাচীন কাল থেকেই প্রচলিত। আর. জি. ভাণ্ডারকরের মতে, কাত্য জাতির পূজিতা ছিলেন বলে দেবী কাত্যায়নী নামে অভিহিতা হন। রাজ্যেও আগরতলার দূগা বাড়িতে ক্যাত্যায়নী পূজা চলছে। আগামী কাল মায়ের দশমী। মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন পুরোহিত জয়ন্ত চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *