যুবকের আঙুল কেটে পালালো চোর

আগরতলা, ১৮ নভেম্বর : খোয়াই পহরমুড়া মধ্যপাড়া এলাকায় এক যুবকের আঙুল কেটে পালালো চোরের দল। গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে পালাতে গিয়ে এলাকার জনগণের সাথে চোরের ধস্তাধস্তি হয়। প্রাণ বাঁচাতে গিয়ে দায়ের কোপে এক যুবকের আঙুল কেটে চোর পালিয়ে যায়।

প্রসঙ্গত, খোয়াই পহরমুড়া মধ্যপাড়া এলাকায় একটি বাড়িতে গরু চুরি করতে আসা চোরের উপস্থিতি আঁচ করতে পায় বাড়ির মালিক। চোর ধরার জন্য এলাকার জনগণকে ফোনে ডেকে আনে সে। তখন চোর পালাতে গেলে উপস্থিত যুবকদের সাথে ধস্তাধস্তি হয়। চোরের কাছে ধরলো অস্ত্র আছে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। পালাতে গিয়ে চোর দায়ের কোপ দেয়, এতে সেখানে থাকা এক যুবকের আঙুল কেটে যায়।

আহত ব্যক্তিকে রাত ১ টা নাগাদ জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চোরকে ধরা যায় নি। এলাকার জনগণ জানিয়েছেন, মধ্যপাড়া থেকে প্রায় ১ কিমি দূরে বাংলাদেশ সীমান্ত। বিএসএফ ক্যাম্প থাকলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন এলাকাবাসী। তবে চোর বাংলাদেশী না ভারতীয় এ নিয়ে সঠিকভাবে কিছুই বলতে পারেন নি মধ্যপাড়ার জনগণ।