বিলোনিয়া, ৭ নভেম্বর: বিলোনিয়া শহর ও শহরতলী এলাকায় চুরির তান্ডব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন শহর ও শহরতলী এলাকায় বসবাসকারী জনগণ।
আবারো চুরির ঘটনা ঘটলো বিলোনিয়ায়। চোরের তান্ডবে অতিষ্ট জনগণ। চুরির ঘটনার সাথে যুক্ত কাউকে আটক করতে পারছে না পুলিশ। এই চুরির ঘটনার সাথে নেশাখোর কিছু যুবকদের দিকে আঙ্গুল উঠছে। বিলোনিয়া শংকর মঠ এলাকায় আবারো চুরির ঘটনা সংঘটিত হয় বুধবার । তবে অনুমান করা হচ্ছে গভীর রাতে এই চুরি সংঘটিত হয়। চোরেরা রাবার ঘরের গোডাউনের দরজার কড়া কেটে ভিতরে ঢুকে রাবারের সিট সহ সিপিও চুরি করে পালিয়ে যায়। বাড়ির মালিক চুরির ঘটনার টের পায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ। এরপর খবর দেয় বিলোনিয়া থানাতে।
জানা যায়, ১৫০ কেজি রাবারের সিট চুরি হয়। ঘর থেকে সিপিও নিয়ে আসার পর চোরেরা জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে যায়। রাতের আঁধার নেমে আসলেই চোরের দখলে চলে যায় বিলোনিয়া শহর। পুলিশের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন ? পাশাপাশি মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।