BRAKING NEWS

পুঁজিবাদকে সম্পূর্ণভাবে ধ্বংস করে সমাজতন্ত্রকে বাস্তবায়িত করতে হবে: মানিক সরকার

আগরতলা, ৭ নভেম্বর : দেশের স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান হচ্ছে না বরং তা আরো বেড়ে চলেছে। বৃহস্পতিবার সিপিআইএম এর ১১ তম পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলনের এ কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি পুঁজিবাদকে সম্পূর্ণভাবে ধ্বংস করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এবং সমাজতন্ত্রকে বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, সিপিআইএম এর  ১১ তম পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলন ও মহান নভেম্বর বিপ্লব দিবসকে সামনে রেখে ৭ই নভেম্বর, বৃহস্পতিবার ধলেশ্বর জেল রোড স্থিত ২৪ ইং অঞ্চল দপ্তরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদাতাদের সাথে কথা বলেন এবং আয়োজকদের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

মানিক সরকার বলেন, অঞ্চল সম্মেলনকে ঘিরে রক্তদান শিবিরের আয়োজন করা হলেও কমিউনিস্ট পার্টির অঞ্চল কমিটির পক্ষ থেকে প্রতিবছরই কোনো না কোনো সময় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় থাকে। তিনি বলেন, রক্তদান একটি জনস্বর্থমূলক কর্মসূচি। যারা রক্ত দিয়েছেন তাদের সুস্থতা কামনা করে তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি কমিটির সদস্যদের আরো জনহিতকর কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *