পানিসাগর, ৪ নভেম্বর : ফের প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৭৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত্রি সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে তল্লাশিতে পানিসাগর নাকা পয়েন্টে একটি গাড়ি আটক করে পুলিশ। তল্লাশিতে গাড়ি থেকে ৭৫০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করাহয়। গাড়ির চালক রতন নম সূদ্র(২৮) পিতা পিন্টু নম শূদ্রকেও আটক করেছে পুলিশ। তার বাড়ি লোয়াইরপোয়া, করিকাই,আট নং ওয়ার্ড এলাকায়।
ইয়াবা কান্ডে অভিযুক্ত মেহেবুব আলম(৩০)লোয়াইরপোয়া, জালালনগর এর বাসিন্দা এখন পলাতক। আটককৃত ইয়াবার আনুমানিক কালো বাজার মূল্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। এই অভিযানে নেতৃত্ব দেন পানিসাগর থানার ওসি এস ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নেশা বিরোধী যে আন্দোলন রয়েছে তার অঙ্গ হিসেবে এই সাফল্য বলে বর্ণনা করেন পানিসাগর থানার মহকুমা আধিকারিক সৌম্য ব্রত দেববর্মা।