রাঁচি, ১ নভেম্বর (হি. স.) : ঝাড়খণ্ডের বোকারোয় গর্গ সেতুর কাছে দীপাবলির রাতে বাজির দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান।
স্থানীয় সূত্রে দাবি, সেই সংখ্যা ৬০-টিরও বেশি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে । বোকারোর ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) অলোক রঞ্জন জানিয়েছেন, ১৩-১৪টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হননি।
জানা গিয়েছে, প্রতি বছরই গর্গ সেতুর কাছে অস্থায়ীভাবে বাজির দোকান সাজিয়ে বসেন বহু বিক্রেতা। ডিএসপি জানিয়েছেন, প্রশাসনের অনুমতি নিয়েই প্রতি বছর ওই সেতুর কাছে অস্থায়ী দোকান নিয়ে বসেন বাজি বিক্রেতারা। দীপাবলি উপলক্ষ্যে বাজির কেনার জন্য ভিড়ও হয় সেখানে।
বৃহস্পতিবার বাজি ফাটানোর সময় কোনওভাবে একের পর এক দোকানে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। সবাই আতঙ্কে হুড়োহুড়ি করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজির ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।