বিধবংসী অগ্ণিকান্ডে অভয়নগরে ভষ্মিভূত একই বাড়ির দশটি ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ লক্ষ্মীপুজার রাতে বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই হল একই পরিবারের দশটি বসত ঘর৷ আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর অভয়নগর এলাকার সত্যব্রত সাহার বাড়িতে৷ রাতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি৷ ক্ষয়ক্ষতির পরিমান এক কোটি টাকা৷ ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা শাসক ও সদর মহকুমা শাসক৷
5সংবাদে প্রকাশ লক্ষ্মীপুজার রাতে সবাই যখন আনন্দে মাতছিলেন তখন বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই হল এই বাড়ির ঘরগুলি৷ রাত আনুমানিক দুইটা নাগাদ অগ্ণিকান্ডের ঘটনা৷ প্রথামিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷ অভয়নগর এলাকার সত্যব্রত সাহার একই বাড়িতে ১৩টি ঘরে ভাড়াটিয়া তাকত৷ এর মধ্যে বেশিরভাগই সুকল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী৷ পুজার ছুটিতে প্রায় সকলেই যে যার বাড়িতে গেছেন৷ ঘরও ছিল বন্ধ৷ শনিবার রাত আনুমানিক দুইটা নাগাদ আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি শুরু করে৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনেন৷ ততক্ষণে দশটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ আগুনের ভয়বহতা অনেক বেশী ছিল বলে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন কাজে লাগানো হয়েছে৷ ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশেপাশের বাড়িঘরে ছড়াতে পাড়েনি৷ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল৷
আগুনে পুড়ে গিয়েছে সমস্ত আসবাবপত্র৷ প্রয়োজনীয় নথিপত্রও ভষ্মিভূত হয়ে গিয়েছে৷ এদিকে, রবিবার ঘটনার খবর পেয়ে সেখানে যান পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেকে, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী, পূর্ব আগরতলা থানার ওসিসহ অন্যান্যরা৷ ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন মহকুমা শাসক ও জেলা শাসক৷ মহকুমা শাসক জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা করা হবে৷
ভয়াবহ অগ্ণিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা৷ দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷