ধর্মতলায় বাম নেতৃত্ব এবং সমর্থকদের বড় সমাবেশ, বাড়ছে উত্তেজনা

কলকাতা, ১১ অক্টোবর (হি.স.)। শুক্রবার সন্ধ্যার আগেই ধর্মতলায় সমবেত হতে শুরু করেন সিপিএম সমর্থকরা। পৌঁছন দলীয় নেতৃত্বও। রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, সূর্যকান্ত মিশ্র। তবে তাঁরা অনশনমঞ্চ থেকে খানিকটা দূরেই আছেন।

‘মহাসমাবেশ’-এ দলীয় কর্মীদের যেতে বলেছে বামফ্রন্ট। ডাক্তারদের ‘মহাসমাবেশ’কে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে তারা। রাজ্য বামফ্রন্টের তরফে বিবৃতি দিয়ে এদিন জানানো হয়েছে, সাধারণ মানুষকে শুক্রবার বিকালে ধর্মতলায় ডাক্তারদের ডাকা সমাবেশে অংশ নিতে অনুরোধ করা হচ্ছে।

এ-ও বলা হয়েছে, কোনও রকমের সাংগঠনিক পতাকা নিয়ে যেন কেউ না আসেন। নাগরিক হিসাবেই যেন কর্মসূচিতে অংশ নেন। বহু বামকর্মী ট্রেনে বাসে চেপে ধর্মতলায় এসে পৌঁছন।