নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ অক্টোবর: খোয়াই জেলার বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির মধ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও অন্যতম বিগ বাজেটে শারদীয়া দুর্গোৎসবের ব্রতি হয়েছে তেলিয়ামুড়া বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইয়ূর্থ ক্লাবের সদস্যরা। এবছর ৪৯তম বছরে পা রাখলো দশভূজা দেবীর আরাধনা।
প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি শারদীয়া দুর্গোৎসবের মাধ্যমে জাতির ধর্ম-বর্ণ সকল অংশের মানুষদের মধ্যে দশভূজা দেবীর আরাধনে ব্রতী হয়ে আকর্ষণীয় থিম দর্শনার্থীদের কাছে তুলে ধরে ক্লাবের সদস্যরা। এই বছরে পুজোর থিম আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের উত্তর, সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা হচ্ছে প্যান্ডেল। ক্লাব সভাপতি সঞ্জিত কুমার দাস, ক্লাব সম্পাদক পিন্টু দাস, পুজো কমিটির সম্পাদক খোকন দেবনাথ বলেন উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে কেনইবা এই বছরের পূজোর থিম বেছে নিয়েছেন। প্রোগ্রেসিভ ইয়ুর্থ ক্লাবের এই বছরের আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের উপজাতি আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে। সেন্টিনেলী জনগোষ্ঠী হল আন্দামানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী।
বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত একটি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই জাতি দক্ষিণ এশিয়া জনগোষ্ঠী গুলোর একটি। গ্রেট আন্দামান উত্তর সেন্টিনেলী দ্বীপপুঞ্জে এই জনগোষ্ঠীর বাস। বহিরাগতদের ওপর আক্রমণাত্মক মনোভাবের জন্য তারা বিশেষভাবে পরিচিত। সেন্টিন্যালী জাতি মূলত একটি শিকারী-নির্ভর জাতি। তারা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ শিকার, মাছ ধরা, এবং বন্য লতাপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষিকাজ করা বা আগুন ব্যবহারে প্রমাণ পাওয়া যায় না।
যারা বাইরের বিশ্বের সাথে কোনও যোগাযোগকে মেনে নেয়নি, অনেক সময় হিংস্রতার সাথে প্রত্যাখান করেছে। তারা আধুনিক সভ্যতার শেষ যোগাযোগ বিহীন মানুষদের মধ্যে একটি উপজাতি, আধুনিক সভ্যতা কার্যত যাদের ছুঁতে পারেনি। এসব বিষয়গুলি এই বছরের উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা থিমে তুলেছেন প্রোগ্রেসিভ ইয়ুর্থ ক্লাবের সদস্যরা। এই বছরে পুজোর বাজেট প্রায় ২৬ লক্ষাধিক হবে বলে জানান ক্লাবের সদস্যরা। উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা মন্ডপের কাজ চলছে প্রায় দে ড় মাস ধরে। কোলকাতার শিল্পীদের দ্বারা তৈরী এই মন্ডপ। আলোকসজ্জায় রয়েছে কোলকাতা এবং স্থানীয় ইলেক্ট্রিশিয়ান। প্রতিমা তৈরী করেছেন রাজধানী আগরতলার শিল্পী।